ডেস্ক রিপোর্টঃ
ইতালিতে দীর্ঘ দুই মাস লকডাউনে শেষে আগামীকাল ৪ মে থেকে লকডাউন শিথিল করা হচ্ছে। ইতালীতে বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর সংবাদ অনেক কম, অন্যদিকে সুস্থ হওয়ার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ কারনে সরকার লকডাউন শিথিল করছে । এ বিষয়ে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল বলেন ইতালীতে প্রায় দুই লক্ষ বাংলাদেশীর বসবাস, তাদের উচিত হবে স্বাস্থবিধি মেনে চলা। এ সময় ইতালি আওয়ামী লীগের জনপ্রিয় এই দুই নেতা আরো বলেন লকডাউনে শিথিলের অংশ হিসেবে দেশটিতে কাল থেকে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তবে আপাতত সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনাব ইদ্রিস ফরাজী ও হাসান ইকবাল সবাইকে জনসমাগম এড়িয়ে চলা এবং সর্তক থাকার অনুরোধ জানিয়ে বলেন, বাসার বাইরে অবশ্যই মাক্স এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এক শহর থেকে অন্য শহরে যেতে স্ব-ঘোষিত সার্টিফিকেট সাথে থাকতে হবে। এছাড়া তিনি জানান, ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার খোলার ঘোষণা করা হয়। ১ জুন থেকে রেস্টুরেন্ট, বার, সেলুন, ম্যাসেজ সেন্টার খোলা হবে বলে জানানো হয়েছে। ইতালীতে লকডাউন শিথিল হলেও স্বাভাবিক পরিস্থিতি এখনো আসেনি, তাই আমাদের সকলকে সর্তক থাকতে হবে এবং সেই সময়ের অপেক্ষা করতে হবে। পাশাপাশি তারা করোনায় যারা ইন্তেকাল করেছেন, তাদের আত্মার শান্তি ও আক্রান্তদের জন্য দোয়া কামনা করেন।
You cannot copy content of this page