আজ ৩১ মে রবিবার ২০২০ এস এস সি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সেই উপলক্ষে ইতালী আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক হাসান ইকবাল দেশ বিদেশে অনুষ্টিত পরীক্ষায় কৃতকার্য সকল ছাত্র ছাত্রী ও শিক্ষক মন্ডলীগনদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এস এস সি পরীক্ষার ফলাফল হল একজন ছাত্রের ভবিষৎ কে নিয়ে সিদ্ধান্তের ফলাফল, যাহা অত্যান্ত গুরুত্বপূর্ণ। যাহারা পাশ করেছো, তোমাদের প্রতি উপদেশ হল ভাল করে পড়াশুনা করলে ভাল ফলাফল করা যায় , তাই কলেজে ভর্তি হয়ে আরোও ভালভাবে পড়াশুনা করবে এবং ভাল মানুষ হতেও চেষ্টা করবে। মনে রাখবে ভাল রেজাল্ট করে ও কোন লাভ নেই , যদি তুমি ভাল মানুষ হতে না পার। কেননা তোমার বাবা মা ও শিক্ষক মহোদয়গনের আশা তুমি লেখা পড়া শিখে একজন আদর্শ মানুষরূপে গড়ে উঠ। আর যাহারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছো ,এটাও কিন্তু একটা শিক্ষা। হেরে যাওয়ার বেদনা খুবই কষ্টকর। হেরে যাওয়া মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। আবার চেষ্টা কর , এমনও হতে পারে তোমার এই চেষ্টা তোমার জীবনকেই পাল্টে দিতে পারে। জীবনে অনেক বড় কিছু হতে পার ।কারন শিক্ষাই জাতির মেরুদন্ড । তাই মেরুদন্ড গঠনের পাশাপাশি চরিত্র গঠন ও একান্ত অপরিহার্য।
You cannot copy content of this page