কুমিল্লার সন্তান মোঃ সাখাওয়াত কবির (তানভীর )এবারের ২০২০ এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 (A+)পেয়েছে। সিলেট ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে বিজ্ঞান বিভাগ থেকে উন্নীত হয়। তার পিতা RSM, Doctor TIMS Pharmaceuticals Ltd. এর কর্মকর্তা জনাব সোলেমান কবির এবং মাতা তহমিনা কবিরের একমাত্র ছেলে। উল্লেখ্য সে পিএসসি এবং জেএসসি পরীক্ষায় ও গোল্ডেন জিপিএ 5 (A +)পেয়েছিল ।
তার সফলতার জন্য মা-বাবা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তথা পরিবারের অন্যান্য সকল সদস্য যারা তাকে সব সময় লেখাপড়ার প্রতি উৎসাহিত করেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অত্যন্ত মেধাবী তানভীর গণিত এবং বিজ্ঞানের প্রতি প্রচন্ড আগ্রহী ।সাইন্স নিয়ে পড়ালেখা করে সে রাষ্ট্রের সেবা করতে চায় ।সকলের দোয়ায় ভালো মানুষ হতে চায় এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় ।সে সকলের কাছে দোয়া প্রার্থী।
Leave a Reply