পরকীয়া প্রেমের জের ধরে নড়াইলের লোহাগড়ায় স্বামীর সংসার ছেড়ে এক সন্তানের জননী ভাগ্নের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন খালা সবিতা খানম। সোমবার (০১ জুন) সকালে বেরসিক পুলিশ তাদেরকে গ্রেফতার করে লোহাগড়া থানায় নিয়ে আসেন। এ ঘটনায় সবিতার স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার পঁাচুড়িয়া গ্রামের মজিবর খানের ছেলে সবুজ খান (৩৫)’র সাথে পৌরসভার কুন্দশী গ্রামের প্রবাসী বদরুদ্দোজা পান্নুর স্ত্রী এক সন্তানের জননী সবিতা খানম (৩২)’র মধ্যে দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। পান্নু বিষয়টি জানতে পেরে বিদেশ থেকে বাড়ী এসে এ নিয়ে স্ত্রীর সাথে তার মনোমালিন্য হয়। এরপর স্ত্রী সবিতা খানম গত রোববার সন্ধ্যায় স্বামীর সংসার ছেড়ে ভাগ্নে সবুজের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
অভিযোগের ভিক্তিতে লোহাগড়া থানার এসআই আতিকুজ্জামনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের লোহাগড়া ফিলিং ষ্ট্রেশন এলাকা থেকে তাদেরকে আটক করে।
এ ঘটনায় সবিতার স্বামী বদরুদ্দোজা পান্নুর বাদী হয়ে সোমবার (১ জুন) দুপুরে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সবুজ খান লোহাগড়া ফিলিং ষ্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, ‘আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply