ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাটিগাড়া সেনপাড়া গ্রামের ললিত সেনের (৩৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর ধর্ষক পলাাতক।
ঐ নারী অভিযোগ করে বলেন সোমবার (১ জুন) দুপুরে আমি বাড়ি পাশে বাদাম ক্ষেত দেখতে যাই। এমন সময় ভূট্টা ক্ষেতে উত পেতে থাকা মাটিগাড়া সেনপাড়া গ্রামের জয়প্রসাদ চন্দ্র সেন (দ্বন্দী)’র ছেলে ললিত সেন এসে আমার মুখ চেপে ধরে ভ‚ট্টা ক্ষেত্রে নিয়ে যায়।
আমাকে ধর্ষনের চেষ্টা করে। অনেক ধস্তাধস্তি করে ছুটতে না পেড়ে তার গোপনাঙ্গ চেপে ধরি। এ সময় ছেড়ে দিলে আমি চিৎকার করি। পড়ে আমার স্বামী, দেবর ও এলাকাবাসি এসে উদ্ধার করে।
স্থানীয়রা অনেকেই জানান ললিত সেন দুষ্ট প্রকৃতির। সে ইতিপূর্বে আরও অনেক ঘটনা ঘটিয়েছে বলে জানান তারা।
ঘটনা ধামাচাপা দিতে সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান জোর তদ্বীর চালাচ্ছে বলে স্থানীয়রা জানায়। ওই ইউপি সদস্যের সাথে কথা বললে তিনি জানান স্থানীয় ভাবে মিমাংসার জন্য ২৪ ঘন্টা সময় নিয়েছিলাম। কিন্তু ছেলে না থাকায় তা সম্ভব হয়নি। তিনি আরও বলেন বিষয়টি বর্তমান ইউপি সদস্য গৌরাঙ্গ রায় দেখছেন।
এ ব্যাপারে গৌরাঙ্গ রায়ের সাথে কথা বললে তিনি জানান ধর্ষিতার পরিবার আমার কাছে এসেছিল। আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page