রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ
স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারী সংস্থা স্কাস এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচীর আওতায় বল্টুরামটিলা বৈষ্ণব পাড়া মডেল কমিউনিটি ক্লিনিক মাঠে মঙ্গলবার(২ জুন) বিকাল সাড়ে ৩টায় খানা অনুযায়ী সাড়ে ৭ শত কীটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়।
উপজেলায় ম্যালেরিয়া থেকে রক্ষার লক্ষে ২টি ইউনিয়নসহ ১টি পৌরসভায় সর্বমোট ৪৭ হাজার কীটনাশক যুক্ত মশারী পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানান রামগড় উপজেলায় স্কাসের দায়িত্বরত ম্যানেজার আবুল কামাল আজাদ।
এদিকে কীটনাশক যুক্ত মশারী বিতরণ কালে মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। বিতরনকালে স্কাসের প্রতিনিধিগন শত চেষ্টা করে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে অনুরোধ করেও মানাতে পারছেন না সাধারন জনগনকে।
You cannot copy content of this page