বরগুনা প্রতিনিধিঃকরোনায় ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ বরগুনার তালতলীতে
ইমাম-মোয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদান বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪জুন)সকালে উপজেলার সকল
মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের মাঝে উপজেলা
পরিষদের হল রুমে বসে প্রত্যেককে ৫০০০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।
জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে জানা যায়, বরগুনা জেলায় ২ হাজার ৩৮৮ টি মসজিদের ইমামদের জন্য ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্ধ পায়। প্রতিটি মসজিদের ইমামকে ৫ হাজার টাকা করে প্রধান মন্ত্রীর উপহার দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান এ’র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রেজবীউল কবীর জোমাদ্দার এবং আরো উপস্থিত ছিলেন নৌবাহিনীর কমান্ডার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান বলেন, ইমামদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ বেশী। ইমামদের পিছনে আমরা নামাজ আদায় করি। ইমামরা যাতে অস্বাভাবিক ভাবে কষ্টে না পরে সেদিক রাষ্ট্র খেয়াল রাখে। ইমামগণ মসজিদে সকলকে মাস্ক পরার পরামর্শ দিবেন।
Leave a Reply