বৈশাখী সরকার,রাজশাহী: স্বনামধন্য সিনিয়র সাংবাদিক ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক নতুন প্রভাতের সাবেক সম্পাদক মোলাজ্জেম হোসেন সাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে রাজশাহী নগরীর উপশহরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বৃহস্পতিবার বাদ এশা তাঁকে হেতেম খাঁ গোরস্থানে সমাহিত করা হয়েছে।
মোলাজ্জেম হোসেন সাচ্চু ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তিনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ইংরেজি পত্রিকা মর্নিং নিউজ এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি।এরপর বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে পালন করেন। সর্বশেষ দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যা সন্তান রেখে গিয়েছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজশাহী জেলা শাখা, রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী জেলা শাখা সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
Leave a Reply