সবুজ সরকারঃ
করোনার সংক্রমণ থেকে জনগণকে রক্ষা করতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বেলকুচি থানার ৮জন পুলিশ সদস্য পুলিশসদস্যদের মনে সাহস যোগাতে এবং রোগ -প্রতিরোধ ক্ষমতা ও মনোবলবৃদ্ধির জন্য বিভিন্ন ফল উপহার হিসেবে পাঠিয়েছেন, পুুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম ।
বৃহস্পতিবার (৪ জুন) বেলকুচি থানার কর্মরত করোনা ভাইরাসে আক্রান্ত ৮ জন পুলিশ সদস্যদের এ উপহার সামগ্রীর পাঠিয়ে দেন। বিভিন্ন ধরনের ফল উপহার সামগ্রীর মধ্যে ছিলো- মাল্টা, আনারস, লিচু, কলা, আম, পেয়ারা, নাশপাতি ও লেবু ইত্যাদি।
উল্লেখ্য যে,সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় ৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্তদের আইসোলেশনে রেখে খাবার ও সু-চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানা যায়।
Leave a Reply