স্টাফ রিপোর্টারঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা করে কাজিপুর উপজেলার খাসরাজবাড়িতে এক মিলাদ ও আলোচনা সভার আয়োজন করে।
শুক্রবার বাদ জুমা খাসরাজবাড়ি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে প্রতিটি মসজিদে মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালায়িস্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে ব্রেন স্ট্রোক করেন। শুক্রবার সকালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
You cannot copy content of this page