রবিউল হোসাইন সবুজ,( কুৃমিল্লা জেলা প্রতিনিধি):
কুমিল্লা বুড়িচংয়ের কোরপাই পূর্বপাড়া এলাকার পিতা বারেক ব্যাপারী (৭২) ও পু্ত্র শাহআলম (৫২)এর জানাজার নামাজ ও দাফন কাফনের কাজ একসাথেই সম্পন্ন হচ্ছে ।
রবিবার দুপুর ২টায় বুড়িচংয়ের কোরপাই পূর্বপাড়া মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ আদায় শেষে নিজ কবরস্থানে তাদের দাফন কাফনের কাজ একসাথেই সম্পন্ন হচ্ছে। আর একরাতে পিতা পুত্রের মৃত্যুতে এলাকার লোকজন আতংকিত হয়ে পরে। মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন কেউ এগিয়ে না এলেও, স্থানীয় মসজিদের ইমাম মুসল্লিসহ স্কয়েকজন এগিয়ে আসে।
এবং বাদ যোহর নামাজ শেষে জানাজার নামাজ সম্পন্ন হয়। তাদের শরীরে করোনার উপসর্গ ছিলো কি না সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে আত্মীয়-স্বজন জানায়, অসুস্থতা নিয়ে গতকাল হাসপাতালে গিয়ে কোন ডাক্তার না পেয়ে বাড়িতে ফিরে আসেন তারা।
এরপর রবিবার ভোর আনুমানিক ৪টায় পিতা বারেক ব্যাপারী হৃদক্রিয়া বন্ধ হয়ে এবং সকাল ৭টায় পুত্র শাহআলম ডায়াবেটিস, জ্বর ও পাতলাপায়খানা জনিত রোগে মৃত্যু বরন করেন বলে জানায় পরিবারের লোকজন। একই পরিবারে একসাথে পিতা পুত্রের মৃত্যুর পর স্থানীয়দের মাঝে করোনা নিয়ে নতুন করে আতঙ্ক ও ভীতি দেখা দিয়েছে।
You cannot copy content of this page