প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২০, ১:১৮ অপরাহ্ণ
নেত্রকোনা সদর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
আব্দুন নূর,নেত্রকোনাঃ ৭ই জুন রবিবার সকাল ১১ টার দিকে নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের দড়িজাগী গ্রামের স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীর সূত্রে জানা যায় তারা রবিবার সকাল ১১ টার দিকে নেত্রকোণা সদরের দড়িজাগী গ্রামের নূরে আলম উজ্জ্বল (৪৫) এর ঝুলন্ত লাশ ও বিছানা থেকে তার স্ত্রী রুবি আক্তার (২৫) এর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম জানান, উজ্জ্বলের অতিরিক্ত ঋণ ছিল। সেই সাথে পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
© 2024 Probashtime