বরগুনা প্রতিনিধিঃবরগুনা বামনা উপজেলার দক্ষিন কাকচিড়া গ্রামের রাস্তা নয় যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।দ্রুত সংস্কা
রের দাবি এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার ডৌয়াতলা
ইউনিয়নের দক্ষিণ কাকচিড়া গ্রামের চৌদ্দঘরের মূল
সড়কটি দীর্ঘদীন যাবত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে।এই রাস্তাটি দিয়ে বিভিন্ন জায়গায় খুব সহজে যাতায়াত করা যায়। এ রাস্তা দিয়ে শতশত রিকাশা, ভ্যান, ইাজবাইক, ভডভডি, নসিমন, করিমন, সিএনজি, গরুরগাড়ি ও কোম্পানীর পিক-আপ ভ্যানসহ বিভিন্ন রকমের মোটরযান চলাচল করে।
স্থানীয়রা জানান,রাস্তাটি দিয়ে প্রতিদিন মানুষ চলাচল করে।দক্ষিণ কাকচিড়া গ্রামে সাপ্তাহিক দুই দিন বাজার বসে।গ্রামের কোনো মানুষ যদি খুব গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত এম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে।উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি।জন গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ ১০বছর আগে ইট দিয়ে তৈরি করে।এখন আর কোনো মেরামত করা হয় নি।শুধ শুনি টেন্ডার হয়েছে
কিন্তু কিসের টেন্ডার কোন খোঁজ খবর নেই।দীর্ঘদীন
যাবত পরিত্যক্ত অবস্থায় আছে।রাস্তাটির দুরঃদশা থেকে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী
ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান মিজান বলেন, এ রাস্তা দিয়ে সর্বনিম্ন ২০ গ্রামের মানুষ চলাচল করে প্রতিনিয়ত।দক্ষিণখান গ্রামের আশপাশে প্রাইমারি স্কুল হাইস্কুল রয়েছে।রাস্তাটি
বেহাল দশা গত কয়েক মাস ধরে। বর্ষার মৌসুমে রাস্তাটি আরও ভেঙ্গে যায়। অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন।
মো.মিজানুর রহমান নাদিম
বরগুনা প্রতিনিধি
মোবাইল নং..০১৭৬৬২৭২০৩২
You cannot copy content of this page