সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্তের ৫টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এক হাজার অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞিত, দিনমজুর পরিবারের মধ্যে দ্বিতীয় পর্বে সুনামগঞ্জ ২৮ বিজিবির তত্ত্বাবাধানে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
রবিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ডলুরা বিওপি, লাউরগড় বিওপি, চাঁনপুর বিওপি, ট্যাকেরঘাট বিওপি ও চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এক হাজার পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারে ৪ কেজী চাল, ৪ কেজী আটা, ২ কেজী ডাল, ১ কেজী লবণ বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরনের সময় সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, মেডিকেল অফিসার, কোয়ার্টার মাষ্টার, কম্পানী কমান্ডার, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, করোনাকালীন সংকটময় সময়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির তত্ত্বাবাধানে বিদ্যানন্দ ফাউন্ডশন দ্বিতীয় দফায় ডলুরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২শ পরিবার, লাউরগড় বিওপির ৪শ পরিবার, চাঁনপুর বিওপির ১শ পরিবার, ট্যাকেরঘাট বিওপির ১শ পরিবার এবং ও চারাগাঁও বিওপির ২শ পরিবার সহ মোট ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
You cannot copy content of this page