সোহেল রানা, যশোর প্রতিনিধিঃযশোরের শার্শায় উপজেলা প্রশাসনের এর আয়োজনে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ চত্বরে এই ঢেউটিন বিতরণ করা হয়।
গত ২০/০৫/২০২০ তারিখে শার্শা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আম্পান ঝড়ে শার্শার শতশত পরিবার গৃহহীন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত সে সব পরিবারের মাঝে গৃহনির্মাণ বাবদ ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানের এই আয়েজন করেন উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন,বাঁগআচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, উলাশি ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ডিহি ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলীসহ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।
You cannot copy content of this page