গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা অাদনান পারভেজের নেত্বতে ছাত্রলীগের ৫ সদস্যের একটি টিম কাপাসিয়ার বিভিন্ন বেসরকারী হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। হাসপাতালে ভর্তি রোগীদের নিচ্ছে খোঁজ খবর৷ চিকিৎসা সেবা মান বৃদ্ধি করার জন্য তাদের প্রচেষ্টা। উপজেলার দেলোয়ার জেনারেল হাসপাতাল, সাফা- মারওয়া জেনারেল হাসপাতাল ও শীতলক্ষ্যা হাসপাতালে করোনাকালীন সময়ে রোগীদের সেবার মান নিশ্চিত করনে কাজ করছেন তারা। রোগীদের সাথে কথা বলে চিকিৎসা সেবায় কোন ধরনের সমস্যা রয়েছে কিনা তা জানছেন। চিকিৎসা সেবার মান কিভাবে অারো বৃদ্ধি করা যায় সে ব্যাপারে হাসপাতালে মালিকদের সাথে কথা বলছেন। রোগীদের মনোবল বৃদ্ধি করছে। শুনছেন তাদের প্রত্যাশার কথা। ছাত্রলীগ নেতার এমন ব্যতিক্রম উদ্যোগে প্রশংসিত হয়েছেন তিনি।
জেলা ছাত্রলীগ নেতা অাদনান পারভেজ বলেন, রোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের অবস্থা। কাপাসিয়ার বেসরকারী হাসপাতালগুলোতে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা পাচ্ছেন। রোগীদের সেবার মান নিশ্চিত করার জন্য জেলা ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
You cannot copy content of this page