মোঃ হেলাল উদ্দিন, কামারখন্দ সিরাজগঞ্জ প্রতিনিধিঃপারিবারিক কৃষির আওতায় সবজি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলার চারটি ইউনিয়নের ১২৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ সহায়তা প্রদান করা হয় ।
বুধবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষি প্রণোদনা আওতায় এ কর্মসূচি পালন করা হয় ।
প্রণোদনার মধ্যে ছিল, পেঁপে, লাউ, টমেটো, পুঁইশাক, লালশাক, কলমিশাক, করলা, বরবটি সিম, সবুজ শাক, পালং শাক এর বীজ এবং পরবর্তীতে প্রতি জন কৃষককে বিভিন্ন খরচ বাবদ ১৯৩৪ টাকা করে দেওয়া হবে ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহীদুল্লাহ সবুজ, উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, সেলিম রেজা সেলিম প্রমূখ ।
You cannot copy content of this page