মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জে ঢাকা ফেরৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে। বুধবার (১০ জুন) সকালে খুলনার পিসিআর ল্যাব থেকে ওই দুই শিক্ষার্থীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, কালিগঞ্জ সদরে অবস্থিত বাজারগ্রামের মৃত মুনসুর আলী হাফেজের ছেলে হামিদুল ইসলাম (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সম্প্রতি মাস্টার্স শেষ করে ঢাকায় অবস্থান করছিলেন। তিনি গত গত ৪ জুন কালিগঞ্জে আসেন। অপরদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া পারভীন (২৫) গত ৪ জুন বাড়িতে আসেন। ঢাকা থেকে আসা ওই দুই শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ৭ জুন খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার সকালে পিসিআর ল্যাব থেকে প্রেরিত রিপোর্টে দু’জনেরই করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট পাওয়ার পরপরই উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ হামিদুল ইসলামের বাড়িসহ দু’টি বাড়ি এবং সুমাইয়া পারভীনের বাড়ি লকডাউন করে দিয়েছে। বুধবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত হামিদুল ইসলাম ভাগ্নের বিয়ে উপলক্ষে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামে ভগ্নিপতি ওয়াহিদুজ্জামানের বাড়িতে অবস্থান করছিলেন। সে কারণে শ্যামনগরে হামিদুল ইসলামের ভগ্নিপতির বাড়িও লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply