কল্লোল রায়: কুড়িগ্রামে বাইরে থেকে আসা ব্যক্তিদের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরাও। আজ ১১ জুন বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় একজন ডাক্তার,একজন ওয়ার্ডবয়ের ও একজন ওষুধ কোম্পানির কর্মকর্তার দেহে করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
চিলমারী উপজেলায় করোনা আক্রান্ত ২৭ বছর বয়সী যুবকের বাড়ি রংপুর জেলা সদরের হারাগাছ এলাকায়।তিনি চিলমারীতে এসিআই কোম্পানিতে কর্মরত আছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি এখন মেসে অবস্থান করছেন এবং তাকে হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হবে বলেও জানান তিনি।
অপরদিকে গত ২৪ ঘন্টায় বাকী ২ জন আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেলা সদর সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী।এদের মধ্যে ২৬ বছর বয়সী একজন পুরুষ ডাক্তার এবং ২৭ বছর বয়সী একজন ওয়ার্ডবয় বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন।
উল্লেখ্য, জেলায় এ নিয়ে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪ জন এবং মোট সুস্থ্য হয়েছেন ৫৭ জন।
You cannot copy content of this page