বিশ্ববিদ্যালয় কে ঘিরেই তাদের উপার্জন। সংসার চলে এই উপার্জনেই। করোনা ভাইরাসের কারনে এই রোজগার বন্ধ রয়েছে প্রায় তিনমাস যাবত। একরকম না খেয়ে দিন কাটছি দোকানিদের।
এবার নিজের ক্যাম্পাসের দরিদ্র দোকানিদের সাহায্যের হাত বাড়িয়ে দিলো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
প্রায় শতাধিক পরিবারের খাদ্য সহায়তা দিতে চলেছে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমের এম ফিল তত্বাবধায়ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান।
তিনি বলেন, "করোনা দূর্যোগে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় অসুবিধার সম্মুখীন হওয়া একশো পরিবারকে ব্যাক্তিগত অর্থয়নে আগামি এক মাসের খাদ্য সহায়তা দিতে যাচ্ছে মুশফিকুর রহিম। সাহায্য প্রার্থী ক্ষুদ্র দোকানিদের বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক দেবব্রত পাল ও আমার সাথে যোগাযোগ করতে হবে।"
মুশফিক সম্পর্কে তিনি আরো বলেন, " মুশফিক খুবই নম্র, নিরহংকারী, বিনয়ী এবং মার্জিত স্বভাবের একজন মানুষ। মুশফিক যেটাই করেন অনেক মন দিয়ে করেন। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্ষুদ্র দোকানিদের সমস্যার কথা তুলতেই নিজ থেকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। "
You cannot copy content of this page