ঢাকা: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাচন পরিচালনা উপকমিটি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সাবেক সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. জাফর ইকবাল ।
শনিবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাচন পরিচালনা উপকমিটি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সাবেক সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. জাফর ইকবালের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান। এর আগে একইদিন রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন শেখ আব্দুল্লাহ।
শোকবার্তায় তিনি বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লার মৃত্যুতে আমি ব্যথিত ও মর্মাহত। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার পরিবার-পরিজনসহ সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
Leave a Reply