মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাহানারা বাশারের শোক
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য,কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়কারী, জাতীয় নেতা, জনাব মোহাম্মদ নাসিম এমপি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা বাশার। এক শোক বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম ভাই আমাকে খুবই স্নেহ করতেন। এদেশের মুক্তি সংগ্রাম এবং প্রতিটি ক্রান্তিলগ্নে উনার পরিবার এবংউনার ভূমিকা অতুলনীয়। আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে জাহানারা বাশারের শোক
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা বাশার। এক শোক বার্তায় তিনি বলেন, গোপালগঞ্জে উনার অবদান অপরিসীম। একজন আপাদমস্তক বঙ্গবন্ধু অনুসারী হারালাম আমরা। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
You cannot copy content of this page