নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সরকার।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফ ব্রিফিংরএর সময় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ ই আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে বলে ঘোষনা দেন।দেশের এমন পরিস্থিতিকে ছাত্র ছাত্রীদের সকল দিব বিবেচনা করেই এমন স্বিদ্ধান্ত নিয়েছে সরকার।তবে অনলাইনে সকল প্রকার ক্লাসের কার্যক্রম চলমান থাকবে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় এ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কয়েক দফা বাড়ানো হয়। গত ১৭ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সাধারণ ছুটির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছুটির সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এমনকি ঘরে বসেই শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেয়া হয়েছে।
You cannot copy content of this page