স্টাফ রিপোর্টারঃ সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও বাংলাদেশ আ.লীগের সভাপতিমন্ডলীর সদস্য আলহাজ্ব মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের আয়োজনে কোরআন খতম ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে ইউনিয়নের শিমুলদাইড় বাজারস্থ মুক্তি মার্কেট চত্বরে প্রয়াত মোহাম্মদ নাসিমের রাজনৈতিক জীবনীর স্মৃতি চারণ করেন কাজিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বেলাল। পরে মিমুলদাইড় বাজার মসজিদের খতিব মাওলানা মোঃ সুলতান মাহমুদ মিলাদ শেষে নাসিমের আত্মার মাগফেরাৎ কামনায় দোয়া পরিচালনা করেন।
এ সময় মিলাদে অংশ নেন,কাজিপুর উপজেলা আ.লীগের সহ- সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার, কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, চালিতাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি স্বপন আহমেদ, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আ.লীগের সভাপতি -সম্পাদক সহ আ.লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
You cannot copy content of this page