সবুজ সরকারঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসসহ ৬৬ জনের নামে এবং অজ্ঞাত আসামী করে মামলা করেছেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফারুক সরকার। মামলা সূত্রে জানাযায়, গত (৬ জুন) শনিবার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামে ঈদ পরবর্তীতে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ দলীয় নেতৃবৃন্দদের নিয়ে নেতা কর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করতে গেলে এবং স্বাক্ষাত শেষে বাড়ী ফেরার পথে জোকনালা কালীবাড়ী মোড়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের দলবল ও আগ্নেয়াস্ত্র এবং গুলি ছুরলে যুবলীগ আহ্বায়ক প্রাণে বেঁচে যায়। যুবলীগ আহ্বায়ককে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা করে এবং নেতা কর্মীদের গাড়ী ভাঙ্গচুরকে কেন্দ্রকরে করে ৬৬ জনসহ অজ্ঞাত আসামী করে মামলা রুজু হয়েছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মামলা রুজু হয়েছে তবে তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।
You cannot copy content of this page
Leave a Reply