আসমাউল মুত্তাকিনঃগত ১৫ ও ১৬ই জুন অনলাইনে এক্সিলেন্স বাংলাদেশের সহযোগীতায় "কর্ম বাই গুগল" আয়োজন করেছিলো "কর্ম প্রেজেন্টস অনলাইন এইচআর মিটআপ"।
দুদিনের আয়োজনের ১ম দিনে উদ্বোধন করেন বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মোহাম্মাদ মাশেকুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন কর্ম বাই গুগলের হেড অফ বিজনেস সোহরাব হোসাইন।
এরপর অনলাইনে ইভেন্ট পেইজে যুক্ত হন স্টার সিনেপ্লেক্সের হেড অফ এইচআর লায়লা নাজনীন, পারটেক্স স্টার গ্রুপের হেড অফ এইচআর এম সাব্বির জাহাঙ্গীর। দুপুরে যুক্ত হন ম্যাটাডোর গ্রুপের এইচআর বিভাগের জেনারেল ম্যানেজার এইচ এম আল মামুন, আমান গ্রুপের কান্ট্রি এইচআর প্রধান মেহনাজউদ্দিন রুপম, এসিআই লজিস্টিকস লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা শাহ্ মোহাম্মাদ রিজভী রনি।
রাতে কুইজ অনুষ্ঠিত হয় কর্মের এ্যাপ কিভাবে আপডেট করতে হয় সে বিষয়ক।
শেষদিন সকালে লাইভে অংশ নেন কর্ম বাই গুগলের জিএম আরমান হোসাইন। এরপর অকুলিন টেক বিডি লিঃ এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা লীনা পারভীন, এইচআর & ওডি প্রফেশনাল শিবলী এইচ আহমেদ, আরএসপিএল হেলথ বিডি লিমিটেডের এইচআর ম্যানেজার কাইয়ুম ইসলাম সোহেল, কর্মর হেড অফ বিজনেস সোহরাব হোসেন।
রাতে সমাপনী সেশনে অংশ নেন আয়োজনের মিডিয়া পার্টনার সমকালের হেড অফ বিজনেস, ব্রান্ড & ইভেন্টস, মিশন সেইভ বাংলাদেশের ফাউন্ডিং মেম্বার ইমরান কাদির, হুর নুসরাত এর সিইও নুসরাত আক্তার লোপা, বেসিস এর ডিরেক্টর দিদারুল ইসলাম সানি, ইয়ুথ কার্নিভালের সিইও জনি মোঃ শাহীনূর আলম, ই-ক্যাব পরিচালক সাঈদ রহমান, আইসিটি মন্ত্রনালয়ের ন্যাশনাল কনসালটেন্ট সোহাগ চন্দ্র দাস।
দুদিনের আয়োজনে স্পিকারবৃন্দ কিভাবে একটি সিভি বাছাই করেন, কিভাবে জব ম্যাচিং প্লাটফর্ম হিসেবে কর্মকে তারা দেখেন, উদ্যোক্তারা এইচআরকে যা ভাবেন নানা বিষয় উঠে আসে বলে জানান কর্ম বাই গুগলের কমিউনিটি পোগ্রাম ম্যানেজার সাগর খালাসী।
এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার বলেন, "এক্সিলেন্স বাংলাদেশ তারুণ্যের প্লাটফর্ম। কর্পোরেটকে তারুণ্যের জীবনযাপনের সাথে অভ্যস্ত করাতে এবং একইভাবে বর্তমানের তরুণদের আগামীর জবমার্কেটে প্রস্তুত করণে কাজ করি আমরা। আয়োজনে অংশ নেয়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ।"
You cannot copy content of this page