মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে বাহিরে থেকে আগত ব্যক্তিদের ৪টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। প্রাপ্ত সূত্র মতে, কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের কাঞ্চি প্রসাদ ঘোষের পুত্র রাহুল ঘোষ ১৬ জুন ২০২০ তারিখে ঢাকা থেকে গ্রামে এসেছে। একই গ্রামের দিলিপ ঘোষের পুত্রদ্বয় প্রশান্ত ঘোষ ও সুশান্ত ঘোষ ভারত থেকে এবং দেবেন্দ্র ঘোষের পুত্র শ্যামল ঘোষ স্ত্রী কাকুলি ঘোষকে নিয়ে
ভারত থেকে গ্রামে এসেছে। এছাড়া একই গ্রামের সাইদুর রহমানের পুত্র মিলন স্ত্রী
শিল্পিকে নিয়ে চিটাগাং থেকে এসেছে। কুশুলিয়া ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম লিডার শেখ মাহামুদুর রহমান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে খবর পেয়ে কুশুলিয়া ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সহকারী টিম লিডার মো: ওমর ফারুক দফাদারকে নিয়ে ১৭ জুন বুধবার তাদের প্রত্যকের বাড়ি লাল পতাকা উত্তোলন সহ লক ডাউন ঘোষনা করে।
You cannot copy content of this page