আবির হোসাইন শাহিন (সিরাজগঞ্জ):সম্প্রতি সিরাজগঞ্জে করোনার প্রাদুর্ভাব অনেকটা বেশি । বিশেষ করে সিরাজগঞ্জের বেলকুচির অবস্থা অনেকটা শোচনীয়।সিরাজগঞ্জ জেলার সব থেকে বেশি পজিটিভ এই বেলকুচিতে । এখন পযন্ত এই উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭৫ মৃত দুই জন। সিরাজগঞ্জ জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৩ জন ।
সরেজমিনে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পযবেক্ষন করে দেখা দিয়েছে নমুনা কীটের সংকট । যেহেতু আক্রান্ত সংখ্যা বেশি সেহেতু প্রতিদিন ই করোনা নমুনা সংগ্রহের চাপ থাকে । সেই পরিপ্রেক্ষিতে গত ১৭/০৬/২০ তারিখ এবং আজ ১৮/০৬/২০ করোনা নমুনা সংগ্রহ স্থগিত আছে ।
যার ফলে বেলকুচির প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিনিয়ত বেলকুচি স্বাস্থ্য বিভাগের কাছে ফোন আসছে নমুনা সংগ্রহের ব্যাপারে কিন্তু নমুনা সংগ্রহের ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বেলকুচির খামারউল্লাপাড়া গ্রামের মোঃরহিম সরকার (২৫) প্রতিদিনের সময়কে মুঠোফোনে জানায় আমার বাবা করোনা পজিটিভ হয়েছে এবং পরিবারের আরেকজন সদস্যের উপসর্গ দেখা দিয়েছে।আমি নমুনা সংগ্রহকারী ও স্বাস্থ্যকর্মী হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে ওনি বলেন নমুনা কীট সংকটের কারণে নমুনা সংগ্রহ স্থগিত আছে।
এ বিষয়ে বেলকুচি উপজেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ,কে,এম, মোফাখখারুল ইসলাম জানান কীটের ব্যাপারে সিভিল সার্জন, সিরাজগঞ্জ অফিসে জানানো হইছে ।
সিরাজগঞ্জ জেলাতেই চাহিদার তুলনায় কীট সংকট রয়েছে ।
নমুনা সংগ্রহ টীমের সদস্য ও স্বাস্থ্যকর্মী হাফিজুর রহমান প্রতিদিনের সময়কে নিশ্চিত করেন বেলকুচিতে মোট নমুনা সংগৃহীত হয়েছে ৪০০ টি । কিন্তু গত ০৮-০৬-২০২০ তারিখ হতে ১৬-০৬-২০ তারিখ পর্যন্ত সংগৃহীত নমুনার ফলাফল এখনো আসেনি । যার ফলে বেলকুচির সচেতন সমাজ ও জনমনে অস্বস্তি বিরাজমান।
তাছাড়া গতকাল ও আজ নমুনা সংগ্রহ করা হচ্ছে না ।
You cannot copy content of this page