সুজন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আজও নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজনই ঠাকুরগাঁও দুই উপজেলার বাসিন্দা।
আক্রান্তের মধ্যে একজনের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভূল্লীতে , তার বয়স ২৭ বছর,তিনি সাম্প্রতি ঢাকা ফেরত, অপরজনের বাসা বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন নামক এলাকায়, তার বয়স ১৬ বছর।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় আজ নতুন করে ২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। পূর্বের রিপোর্টসহ এ পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়াল ১৭১ জন, যাদের মধ্যে ৮৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।
তিনি আরওজানান, আজ আর নতুন করে ৫ উপজেলার সন্দেহভাজন ৩২ জনের নতুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে, দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ ৪ জন আক্রান্ত (সদর উপজেলাইয়-৩ জন, তাদের মধ্যে দুইজন পূর্বের সনাক্তকৃত রোগীর ফলোআপ নমুনার ফলাফল পুনরায় পজিটিভ আসে এবং নতুন করে বালিয়াডাঙ্গীতে-১ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়াও তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলাবাসিকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
উল্লেখ্য, এর আগে শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম হরিপুরে ২ জন ও পীরগঞ্জে ১ জন করোনা শনাক্তের পর। গত (১৭ জুন) সর্বশেষ ঠাকুরগাঁওয়ে ২ জন শনাক্ত হয়।
Leave a Reply