শামীম মিয়া,মির্জাপুর,(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। যা টাঙ্গাইল জেলার মধ্যে আক্রান্তের শীর্ষে রয়েছে মির্জাপুর উপজেলা। আজও নতুন করে মির্জাপুর উপজেলায় পল্লী
বিদ্যুতের ৩ কর্মচারী ও ১ পুলিশ সদস্যসহ ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালেন ১১১ জনে।শুত্রুবার(১৯ জুন)আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম।
নতুন ১৫ জন আক্রান্তরা হলেন,মির্জাপুর থানার ১ কনস্টেবল,মির্জাপুর পল্লী বিদ্যুতের ৩ জন কর্মচারী,মির্জাপুর বাজারের ৩ জন,পোষ্টকামুরী গ্রামের ১ জন,ইউনিয়ন পাড়ার ১জন,ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের ১জন,গোড়াই ইউনিয়নের ১জন,তরফপুর ইউনিয়নের ডোহাতলী গ্রামের ১জন,আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের ১জন ও পোষ্টকামুরী চরপাড়া এলাকার ২জন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো:
জোবায়ের হোসেন জানান,নতুন আক্রান্তের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।
You cannot copy content of this page