1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

সৌন্দর্য বর্ধনে ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৪৭২ জন পড়েছেন

সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : সৌন্দর্য বর্ধনে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বর ও শহরের চাল লেন বিশিষ্ট সড়কের ডিভাইডারে ২শ ফলজ, বনজ, ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

আগামী তিন মাসের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভা, সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও জেলার আরও ৪টি উপজেলায় ৭ হাজার ফলজ, বনজ, ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা বলে হবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো জানান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গাছ লাগানো হচ্ছে; আপনারা এ গাছের যত্ন নিবেন। গাছ আমাদের পরম বন্ধু। একটি গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে যেমন সুন্দর রাখে, তেমনি দেয় অক্সিজেন, দেয় সুশীতল ছায়া, তাছাড়া একটি গাছ কালের সাক্ষী হয়ে থাকে অনেক অনেক বছর।

গাছ গুলো বড় হলে ঠাকুরগাঁও শহরসহ উপজেলার মানুষের নজর কাড়বে ও সৌন্দর্য বৃদ্ধি করবে।

বৃক্ষরোপন কমূসচিতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সহ দপ্তর সম্পাদক মো. সাবা, সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল, সাংগঠনিক সম্পাদক মিঠুন, দপ্তর সম্পাদক আবু হাসনাত রুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পান্না, সেচ্ছাসেবক লীগ নেতা নয়ন, সুশানসহ স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page