স্টাফ রিপোর্টারঃ সদ্য প্রয়াত আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, চৌদ্দ দলের মুখপাত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, কাজিপুর আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করে খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদ।
শুক্রবার (১৯ জুন) বাদ জুম্মা এই দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাসরাজবাড়ি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম।
এসময় তিনি বলেন, 'নাসিম ছিলেন কাজিপুরের বটগাছ। আমরা তাঁকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছি। আল্লাহ তাঁর আত্মাকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেবেন।'
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি মতিয়ার রহমান ইউনিয়ন, যুবলীগের সভাপতি জমসের আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মোকাদ্দেস, সাধারণ সম্পাদক কোরবান আলী, নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উদ্যোক্তা কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ।
You cannot copy content of this page