স্টাফ রিপোর্টারঃ কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপটেন এম মনসুর আলীর উত্তরসূরী বাংলাদেশ আ.লীগের সভাপতিমন্ডলির সভাপতি ও চৌদ্দ দলের সমন্বয়ক কাজিপুরের এমপি সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, বিদ্যুৎসাহী সদস্য আতিকুর রহমান নান্নু, আলহাজ্ব শাহজামাল।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফজলুল হক। মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও দাতা সদস্য আব্দুল মজিদ বাদলা তালুকদার, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব খোশলেহাজ উদ্দিন, ইহিতাস বিভাগের শিক্ষক আব্দুল গফুর, আলমগীর হোসেন প্রমূখ।
স্মরণসভায় কলেজের অধ্যক্ষ চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের নামকরণ 'মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজ’ করার প্রস্তাব করেন।
এসময় উপস্থিত কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অতিথিগণ এবং শিক্ষকমন্ডলী সর্বসম্মতিক্রমে এই নামকরণকে সমর্থন করেন। সেইসাথে অধ্যক্ষকে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
You cannot copy content of this page