মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে করোনা এক্সপার্ট টিমের সদস্যদের অংশগ্রহনের মাধ্যমে মৌতলা ইউনিয়ন পরিষদে ২০ জুন শনিবার সকাল ১০ ঘটিকায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। মৌতলা ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের টিমলিডার রুমানা হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং মৌতলা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মুন্সি মশিউর রহমান পলাশ এবং ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম। উক্ত সভায় মৌতলা এক্সপার্ট টিমের দায়িত্ব, কর্তব্য সহ সন্দেহভাজন রোগী চিহ্নিত করা, সম্ভাব্য রুগীর তালিকা প্রস্তুত করা এবং উপসর্গ আছে এমন রোগীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের অবহিত করা হয়। পাশাপাশি এলাকায় গনসচেতনতা সৃষ্টি সহ বাজার মনিটরিং নিয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে, স্ব স্ব ওয়ার্ডের স্ব স্ব ইউপি সদস্যের নেতৃত্বে গ্রাম পুলিশ সহ এক্সপার্ট টিমের সদস্যরা দায়িত্ব পালন করবে এবং মৌতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে “মাস্ক নাইতো বাজার নাই” এই স্লোগানের ভিত্তিতে মাইকিং করা হবে। এছাড়াও প্রত্যেক ওয়ার্ডের জনসমাগম এলাকা চিহ্নিত করে করোনা বিষয়ক গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড মাইকিং দ্বারা প্রচার করার সিদ্ধান্ত হয়। আজ ২০/৬/২০২০ ইং তারিখ বিকাল থেকে সিদ্ধান্ত কার্যকর করার জন্য সকল সদস্যদের নির্দেশনা দেওয়া হয়। সভার সভাপতি টিমলিডার রুমানা হক সকলকে ধন্যবাদ দিয়ে সভার কার্যক্রম শেষ করেন।
Leave a Reply