সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে দিনব্যাপী শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও সাঁওতালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা হয়। দিনব্যাপী কর্মশালায় ৫০ জন অভিভাবক অংশগ্রহন করেন। হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহা: ফিরোজ জামান। এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার সাহা, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হামিদ, প্রোগ্রাম অর্গানাইজার হেম চন্দ্র সিংহ প্রমুখ। এ কর্মশালায় অভিভাবকদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, করোনা থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য অভ্যাস ও তামাকজাত দ্রব্য থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
Leave a Reply