মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে চৌধুরীপাড়া মন্দিরের সামনে দেয়াল নির্মাণের প্রতিবাদে মধুপুরের সনাতন ধর্মালম্বীদের আয়োজনে (২১জুন) দুপুরে মধুপুর বাসষ্টান্ড চত্তরে এক মানব বন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মধুপুর পূজা উৎযাপন পরিষদ কমিটির সভাপতি বাবু সুবল চন্দ্র সাহা, মধুপুর মদন গোপাল দেবত্ব ষ্টেট কার্যকরী পরিষদের সদস্য বাবু শুভ চৌহান, বংশাই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিদ্যূৎ চন্দ্র ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ওই সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর কলেজ শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকতার, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ। বক্তারা বলেন মধুপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় বংশাই নদীর উপর খাস জমিতে চৌধুরী পাড়া বংশাই পাড় শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দিরে বিগত ৫ বছর যাবত অত্র এলাকার হিন্দু জনসাধারণ ওই মন্দিরে পূজা অর্চনা করিয়া আসিতেছেন। কিন্তু মৃত নিতাই ঘোষের পুত্র নিরঞ্জন ঘোষ এবং নয়ন ঘোষ মন্দিরের নির্মানের পর হইতে মন্দির কমিটির সাথে শত্রুতা সাধন করিয়া আসিতেছে। এছাড়াও নয়ন ঘোষ মন্দির কমিটির সদস্যদের নামে বিভিন্ন রকম মিথ্যা মামলা করিয়া আসিতেছে। নয়ন ঘোষ অত্র এলাকার হিন্দুদের দাবী উপেক্ষা করে মন্দিরে সামন দিয়ে অবৈধভাবে দেওয়াল নির্মাণ করিতেছে৷ মন্দির কমিটির সদস্যগন মন্দিরের সামনের দেওয়াল নির্মাণ করিতে নিষেধ করিলে নিষেধ অমান্য করে তারা দেয়াল নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমরা অত্র এলাকার অসহায় সকল হিন্দু জনসাধারণ সবাই প্রশাসনের সুদৃৃষ্টি আকর্ষন করে
সুষ্ঠ তদন্ত করে দেয়াল নির্মান বন্ধের দাবী জানান।
You cannot copy content of this page