এম এ হান্নান শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের বকুলতলা সংলগ্ন করতোয়া নদীর ওপর এলজিইডি’র প্রায় ৩৬ কোটি টাকা অর্থায়নে নির্মিত গাড়াদহ সেতু রক্ষা সড়কের সিসি ব্লকের উপর অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হয়েছে। এলজিইডি কর্তৃক অধিগ্রহনকৃত সম্পত্তির আওতাভুক্ত স্থানে নির্মিত সরকারি স্থাপনার উপর অবৈধ দখলদারেরা টিনশেড আধা-পাঁকা মার্কেট নির্মাণ করে মোটা টাকা জামানত নিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাড়া দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। দেখার কেউ নেই।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জু মাস্টার ও শাহজাহান প্রামাণিক স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে গাড়াদহ সেতুর প্রবেশদ্বারে সিসি ব্লকের উপর এ অবৈধ স্থাপনা গড়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা জামানত নিয়ে দোকানপাট ভাড়া দিয়েছেন। এলজিইডি’র তরফ থেকে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও অবৈধ দখলদারেরা তা কর্ণপাত করছেন না। এ বিষয়ে অবৈধ দখলদার রঞ্জু মাস্টার ও শাহজাহান প্রামাণিকের জামাতা মোজাফফর অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দোকান ভাড়া দেয়ার বিষয় অকপটে স্বীকার করেছেন। এদিকে, শাহজাদপুর উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক জানান,‘এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের বলা হয়েছে। এ স্থান দখলমুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন,‘জনগুরুত্বপূর্ণ গাড়াদহ সেতুর সরকারি স্থাপনার উপর অবৈধভাবে নির্মিত মার্কেট উচ্ছেদে যথাযথ ব্যবস্থাগ্রহন করা হবে।
You cannot copy content of this page