সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ঈদগা মাঠের বাউন্ডারির ওয়াল নির্মানে বাধা সহ চাদা বাজির অভিযোগে থানায় এজাহার হয়েছে।
এজাহার সুত্রে জানা গেছে, থানার হাটিকুমরুল ইউপির রশিদপুর গ্রামে ইউপি চেয়ারম্যান কর্তৃক বরাদ্দ কৃত ঈদগা মাঠের বাউন্ডারির ওয়াল নির্মান কাজ চলতে থাকা অবস্থায় পার্শ্ববতী এলাকা কাশিনাথপুর গ্রামের একদল সন্ত্রাসী চাদাবাজ আতিকুল,সবুজ,একাব্বার গংয়েরা ঈদগা মাঠের সেক্রেটারি সহ সদস্য হাবিবার রহমান মন্ডল এর পুত্র শাহ আলমের কাছে চাদা দাবী করে।চাদা দিতে অস্বীকার করলে তারা তাকে হত্যার হুমকি দেয়।
এমতাবস্থায় গত ১৫জুন (সোমবার) সলঙ্গা হতে ধান বিক্রি করে আসার সময় চাদাবাজদের বাড়ির কাছে ঈদগা মাঠের সদস্য শাহ আলম পৌছলে তারা পথ রোধ করে এক পর্যায়ে বেধরক মারপিট করে তার কাছে থাকা এবং
ধান বিক্রির নগদ ৭০ হাজার টাকা ছিনতাই করে নেয়।তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে চাদা বাজরা পালিয়ে যায়।
আহত শাহ আলম বাদী হয়ে সন্ত্রাসী চাদা বাজদের বিরুদ্ধে সলঙ্গা থানায় এজাহার দায়ের করেন।
এবিষয়ে সলঙ্গা থানার ওসি (তদন্ত) জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে সলঙ্গা থানার এস আই আসলাম হোসেন বলেন,ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষীদের জবানবন্দী রেকর্ড করেছি
You cannot copy content of this page