রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। কর্মসূচি পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও নিঘাত পারভীন, সাবেক সদস্য আহসানুল হক পিন্টু , মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আব্দুস সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply