স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন উপজেলার সোনামুখি গ্রামের ফাতেমা খাতুন ও কামরুল (মা ও ছেলে)।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল এ তথ্য নিশ্চিত করে বলেন, “আক্রান্তদের শরীরে করোনা উপসর্গ থাকায় গত ১৫ জুন নমুনা সংগ্রহ করা হয় এবং আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।” তিনি আরো জানান, “করোনা উপসর্গ থাকায় তাদের বাড়ি পূর্বেই লকডাউন করা হয়েছে।”
উপজেলায় এ নিয়ে মোট আক্রান্ত ২২ জন।
Leave a Reply