শুক্রবার (২৬ জুন) বিকাল ৩ টায় বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ,চট্টগ্রাম জেলা আয়োজিত " করোনা ( কোভিড-১৯) রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথিক প্রতিবিধান " শীর্ষক অনলাইন সেমিনার চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।মূল প্রব্ন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ডা. মৃনাল কান্তি নাথ।
আলোচনায় অংশ নেন বাহোপ চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. মৃদুল কান্তিদে, জেলা সহসভাপতি ডা. এস এম ছালেহ জাহাংগীর, যুগ্ম সম্পাদক ডা. এস এম রবিউল হোসাইন, বিশিষ্ট প্রকৌশলী ডা. আব্দুর রাজ্জাক, ব্রাক্ষ্মনবাড়িয়ার সুনামধন্য প্রবীণ ডা.জয় চন্দ্র দেবনাথ,প্রভাষক ডা. তাপস ভট্টাচার্য, কক্সবাজার থেকে বাহোপ উপদেষ্টা ডা. নুরুল আমিন, মিরসরাই সভাপতি ডা. প্রাণহরি নাথ,ডা. লুৎফুন্নেসা, প্রভাষক ডা. আব্দুল কাদের, আইটি সম্পাদক ডা. এস এম একতিয়ার উদ্দিন, ডা. মোহাম্মদ হোছাইন খাগড়াছড়ি, একরামুল হক,ডা. শাহিন আকতার সহ প্রমূখ।
You cannot copy content of this page