বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল-ভাইয়ের শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে ২৭/০৬ ২০২০ ইং সন্ধায় নুরানী দরবার শরীফে সীমিত পরিসরে স্বাহ্যবিধি মেনে দোয়া মাহফিল ও মিলাদ শেষে কেক’ কেটে মিষ্টি মুখ করলেন সকল ভক্ত – আশেকান ও যুবলীগ সমর্থনে নিখিল ভাইয়ের প্রতি শ্রদ্ধাশীল উপস্হিত সকলে। হৃদয় নিঃসৃত গভীর শ্রদ্ধা ভালোবাসার কোন উপলক্ষ্য হয়না তবুও বিশ্বব্যাপী করোনা কালীন পরিস্থিতি নিয়ন্ত্রণহীন থাকা সত্ত্বেও প্রিয় নেতার বিরতিহীন কর্ম প্রক্রিয়ায় অভিভূত ও আনন্দিত শুভান্যূধ্যায়ী, নেতা-কর্মী ও দেশবাসী । তারই প্রতিফলন সার্বিক কল্যাণ ও মঙ্গল চেয়ে নেক হায়াত কামনা করে দোয়া করা হয়।
আগামীর পথে,দেশের পবিত্র কাজে,পারিবারিক ও রাজনৈতিক জীবন যেন সুন্দর -সমৃদ্ধ ও প্রাণবন্ত হোক কামনা করলেন সবাই। আয়োজনটি সুস্থ ভাবে সম্পন্ন করলেন যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন জীবন ও যুবলীগ নেত্রী উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা। উপস্থিত ছিলেন প্রিয়ভাজন ভাই মেহের চাঁন সহ সকল পর্যায়ের গুণীজন।
স্হানঃ ২৩ ফয়সাল টাওয়ার শ্যামলী মিরপুর রোড ঢাকা।
Leave a Reply