করোনা মহামারীতে সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্তও হচ্ছেন অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী । এবার সেই তালিকায় যুক্ত হলেন সিরাজগঞ্জের তাড়াশে সম্মুখসারির যোদ্ধা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আমিরুল ইসলাম আলভী।
আমিরুল ইসলাম আলভী উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের হাজী আব্দুস সোবহানের ছেলে। আলভী তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
শনিবার (২৭জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন । আলভী বর্তমানে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন জানান, গত শনিবার (২০জুন) তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আমিরুল ইসলাম আলভীর নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার করোনা পজেটিভ রির্পোট পাওয়া আসে।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলভীসহ এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। ১০ জনের মধ্যে চারজনই চিকিৎসক।
You cannot copy content of this page