স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে নির্মানাধীন ম্যাটসে কর্মরত নির্মাণ শ্রমিক পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা এগারোটায় সঙ্গীয় শ্রমিকদের নিয়ে পার্শ্ববর্তী দওয়ে (ইনতুল্যা দও) গোসল করতে গেলে ডুবে যান তিনি।
নিখোঁজ শ্রমিক চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ থানাধীন বাগডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নজরুল ইসলামের পুত্র কাওছার (১৮)।
নিখোঁজ ব্যক্তির সাথে গোসল করতে যাওয়া শামিম জানান, "আমরা সাত জন দওয়ের উত্তর পাশ দিয়ে গোসল করতে নামি। কাওছার সাঁতার কেটে দক্ষিণ পাশে পাড় হচ্ছিল। একপর্যায়ে সে ডুবে যায়। আমরা তাকে তুলতে পারিনি।"
কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফরিদ উদ্দিন জানান, "আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। রাজশাহী কন্ট্রোলে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা দ্রুত ডুবুরী পাঠাচ্ছে।"
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিককে স্থানীয় ভাবে খোঁজাখুঁজির চেষ্টা চলছে।
You cannot copy content of this page