ঝিনাইদহের চন্ডিপুর ও জোয়ার্দার পাড়া চৌমহনীর সামনে রাস্তার কাদা সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী তৈরি করলো পাড়ার তরুণেরা।
৩০ জুন (মঙ্গলবার) বেলা ১১ টায় ১৫-২০ স্থানীয় তরুণেরা ঝুড়ি কোদাল সহ রাস্তায় নেমে কাজ শুরু করে। টানা তিন ঘন্টা ঘাম ঝরানো খাটুনিতে রাস্তা সংস্কার সম্পন্ন হয়।
বৃষ্টির পরে চলাচলের অনুপযোগী হয় এই রাস্তাটি ৬-৭ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে।এবং কাদার সময় অনেকে ছিলিপ করে পড়ে যান এবং সেই ব্যক্তিটি কেও লজ্জায় পড়তে হয় কখনো এই দেখে অত্রপাড়ার ছেলে নাহিদ হাসান নিজে উদ্যোগি হয়ে পাড়ার আর কিছু ছেলেদের নিয়ে রাস্তা চলাচলের জন্য কাদা সরিয়ে চলাচলের উপযোগী করে তোলেন।
You cannot copy content of this page