মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে বৈশিক দুর্যোগ করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সুরক্ষা উপকরণ মাস্ক গ্লোবস সাবান স্যানেটাইজার ও ব্লিসিং পাউডার বিভিন্ন সরকারী দপ্তর প্রধানদের নিকট বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা প্রকৌশলী, সাহিদুজ্জামান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মওঃ মোঃ নবীউল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ মোঃ আব্দুল কুদ্দুস, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডলসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী সাহিদুজ্জামান বলেন ২০১৯-২০২০ এর বার্ষিক উন্নায়ন প্রকল্প (এডিপি) প্রকল্পের অর্থ্যায়নে বৈশিক দুর্যোগ করোনা ভাইরাস মোকাবিলায়, উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ও ২২টি সরকারী দপ্তরে ৬০০টি সার্জিক্যাল মাস্ক,৬০০টি হ্যান্ড গ্লোবস ৬০০টি সাবান, ৮৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ১৩৫ কেজি ব্লিসিং পাউডার বিতরণ করা হয়।
Leave a Reply