এম এ হান্নান,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ তে পৌঁছেছে। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে প্রবীণ চিকিৎসক ডাঃ ইউনুস আলী খানসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্তের অনেকেই নিয়মনীতি না মেনে অবাধে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। ফলে উপজেলার প্রায় সাড়ে ৬ লাখ মানুষ স্বাস্থ্য ঝূঁকিতে রয়েছে।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত শাহজাদপুরে মোট ৪’শ ৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তন্মদ্ধে ৬৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। করোনায় মোট আক্রান্তের ৬৮ জনের মধ্যে সর্বাধিক শাহজাদপুর থানা পুলিশের ১৩ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন ডাক্তার, ৫ জন নার্স, ১ জন ওয়ার্ড বয় ও ১ পরিচ্ছন্নকর্মীসহ মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদান ও থানায় পুলিশী সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম খান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানায় শুধুমাত্র জরুরী সেবাসমূহ চালু রয়েছে। এছাড়া করোনার সংক্রমন রোধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।’
এলাকার সচেতন মহলের মতে, শাহজাদপুরে করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে জনস্বার্থে ও জনসচেতনা বৃদ্ধিতে উপজেলায় করোনায় আক্রান্তদের গ্রাম-মহল্লা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিয়মিত ব্রিফিং দেয়ার দাবী জানান।
You cannot copy content of this page