রবিন খান, স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে বছরব্যাপী বৃক্ষ রোপন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সিংড়ায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল ইসলাম ভোলা।
বুধবার বেলা ১২ টার দিকে নাটোরের সিংড়া ছাত্রলীগের আয়োজনে সিংড়ার চৌগ্রাম পুরাতন রাজবাড়ী চত্বরে ফলজ, ঔষধি ও বনজ গাছ রোপনের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নাটোর জেলা ছাত্রলীগের শিক্ষা ও উপবৃত্তি বিষয়ক সম্পাদক নয়ন কুমার কুন্ডু, পল্লী শ্রী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমারসহ আরো অনেকে।
সার্বিক সহযোগিতায় পল্লী শ্রী উন্নয়ন সংস্থা।
You cannot copy content of this page