আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ গত ৪বছর পূর্বে ১লা জুলাই ২০১৬সালে গুলশান হোলি আর্টিজান বেকারীতে জঙ্গী হামলায় নিহত সকল শহীদের স্মরণে, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ,সিরাজগঞ্জের আয়োজনে, শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
মঙ্গলবার ( ৩০ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপান শহীদ মিনারের বেদীতে ওই ঘটনায় সকল নিহত আহত ব্যক্তিদের স্মরণে শত শত মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন করে হতাহত ব্যক্তিদের প্রতিগভীর সমবেদনা, সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন।
এতে সভাপতিত্ব করেন, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জের সভাপতি প্রদীপ সাহা ।
মোমবাতী প্রজ্জ্বলন করেন, সন্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, দৈনিক প্রথম আলো সিরাজগঞ্জের জেলা প্রতিনিধি আরিফুল গণি লিমন, দৈনিক সকালের সময় সিরাজগঞ্জের জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি'র সদস্য হোসেন আলী ছোট্র, মানবাধিকার কর্মী রফিক শহীদ প্রমুখ।
মোমবাতি প্রজ্জ্বলন কালে, উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তি,সাংবাদিকবৃন্দ ও অন্যান্যরা ব্যক্তিরা বলেন, বর্তমান সরকারের নিকট জোর দাবী জানান, ১লা জুলাইকে জঙ্গী প্রতিরোধ দিবস ঘোষণা করা হোক।
You cannot copy content of this page