সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের
কেশবপুর ভূমি কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট ইরুফা সুলতানার হস্তক্ষেপে এ বাল্যবিবাহ বন্ধ হয়।এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর পক্ষকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট ইরুফা সুলতানা বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের আনিছুর রহমান তার ১৭বছরের কন্যার সাথে খুলনার বাসিন্দা সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা মকবুল হোসেন (৪০) এর বাল্যবিবাহ আয়োজন করে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যগনকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের বসিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ধারা ০৬ মোতাবেক ছেলে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং এরকম কাজ করবেনা মর্মে উভয় পক্ষ মুচলেকা গ্রহণ করেন।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page